ইসলামই যখন প্রশ্নবিদ্ধ

আমাদের সমাজ যেভাবে গড়ে উঠেছে, ইসলামিক মৌলবাদীরা জোর করে আমাদের এসব বিষয়ে কথা বলতে নিষেধ করে যাতে ধর্ম নিয়ে প্রশ্ন না আসে। এসব কথা আর কত দিন লুকিয়ে রাখা যায় মানুষের কাছ থেকে? মানুষ কি বোকা? আমি বলি বা আপনি বলুন, যারা আমার লেখা নিয়মিত পড়েন তারা বলুন আমি ভুল কিছু বলছি কিনা? গালি দিয়ে আমার উপর ধর্ম চাপিয়ে দিতে পারবেন না। অনেক হল এখন বন্ধ।

মক্কা বিজয়ের পর, ইসলামের নবী মক্কাবাসীদের জন্য দুটি বিকল্প উন্মুক্ত রেখেছিলেন, হয় ইসলাম গ্রহণ করা অথবা মানিব্যাগ ছাড়াই মক্কা ত্যাগ করা। তবে প্রতিশোধ হিসেবে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবং কাবায় যুগ যুগ ধরে পূজা করা ৩৬০টি মূর্তি ভেঙ্গে দিয়েছে। তাঁর অনুসারীদের সামনে আদর্শ বিশ্বের উদাহরণ স্থাপনের জন্য মূর্তিগুলি ধ্বংস করা হয়েছিল। মুসলিম বিশ্ব হবে মূর্তি ও অন্য সব ধর্ম মুক্ত। শুধুমাত্র মুহাম্মদ এবং তার তৈরি ঈশ্বরই হবে মানুষের উপাসনার একমাত্র বস্তু।

মুসলমানরা আজও গর্বভরে সেই পথ অনুসরণ করছে। সুযোগ পেলেই তারা অন্য ধর্মকে আঘাত করছে। তাদের সামনে আদর্শ এবং একমাত্র উপযুক্ত দেশ সৌদি আরব, যেখানে অন্য ধর্ম ও তাদের অনুসারীদের প্রতি সামান্যতম সম্মান নেই। বিধর্মীরা মানুষ, কিন্তু যেহেতু তারা অবশ্যই নরকে যাবে, তাই তাদের পৃথিবীতে নরকবাসীর মর্যাদা দেওয়া হয়েছে। সে দেশে মানুষের কোনো স্বীকৃতি নেই, শুধু মুসলিম স্বীকৃতি।

আমরা জানি প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার মক্কা-মদিনা সফরের আকাঙ্ক্ষা রয়েছে। তাদের তীর্থস্থান সেখানে, তাদের নবীর জন্মস্থান, তাদের ধর্মের জন্মস্থান। পবিত্র শহর মক্কা। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে, শয়তান সারা পৃথিবীতে তার রাজত্ব কায়েম করলেও সে কখনো মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। এমনকি দাজ্জাল মক্কার দরজায় দাঁড়াবে, প্রবেশ করতে পারবে না! মোহাম্মদ এবং তার পূর্বপুরুষরা যে সমস্ত মূর্তি পূজা করেছিলেন তা ধ্বংস করে মক্কাকে পবিত্র করা হয়েছিল এবং কাফেরদের বন্দুকের মুখে দেশত্যাগ করতে বাধ্য করেছিল।

মুসলিম মতাদর্শ – বিশ্বের একমাত্র মাপকাঠি হল বিশ্বকে অবশ্যই কাফেরদের মুক্ত হতে হবে অথবা তারা অবশ্যই মুসলমান হতে হবে। শিক্ষা, সভ্যতা, প্রগতি বলে কিছু নেই। কল্পনা বা মুক্ত চিন্তা নিষিদ্ধ। দুনিয়ার জীবন তাদের কাছে কিছুই নয়। তাদের ধ্যান ও জ্ঞান হলো গরু-ছাগলের মতো জীবন কাটানো এবং পরকালে খেলাধুলা করা।

মুসলমানরা কেবল তাদের নবীর দেখানো পথ অনুসরণ করে নির্মিত পবিত্র নগরীর মতো একটি পৃথিবীর স্বপ্ন দেখেন না, তারা এও বিশ্বাস করেন যে এমন একটি বিশ্ব অবশ্যই বিদ্যমান থাকবে এবং সেই “সত্তা”কে বাস্তবে পরিণত করতে তাদের জীবন ও সম্ভাবনাকে উৎসর্গ করতে হবে। যার এ বিশ্বাস নেই সে মুসলমান নয়। তাই আমি 70 বছরের বেশি বয়সী একজন বৃদ্ধকে বলতে শুনেছি: মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়েকে ভালোবাসার আগে আল্লাহ ও তাঁর নবীকে ভালোবাসতে হবে এবং জিহাদ করতে হবে।

এসব নিয়ে কথা বলে শেষ হবে না। আমরা কেউ নাস্তিক হতে চাই না। এই সমস্যাগুলির মুখোমুখি হলে ধর্মকে বিশ্বাস করা যায় না। ধর্ম যদি এসব শিক্ষা দেয় এবং মানুষে মানুষে ভেদাভেদ করা শুরু করে, তাহলে আজকের পৃথিবীতে মানবতার স্থান কোথায়? আমার ধর্ম ভালো না ধর্ম খারাপ, আমি যেটা মানছি সেটাই সেরা, বাকিটা ফালতু, তাহলে মানবতার জায়গা কোথায়?

19 Responses

  1. লেখাটা কিন্তু চমৎকার হয়েছে। ভালো লাগলো। অনেক চিন্তার খোরাক জাগালো। ভাই এইভাবে লিখে যাবেন সব সময়।

  2. আপনার চিন্তাগুলো খুব পরিষ্কার। বহুদিন ধরেই আপনার লেখা পড়ি। ভালো লাগে। যতই বাঁধা আসুল লেখা থামাবেন না ভাই। একটা অনুরোধ।

  3. নাস্তিকরা শুধু হিন্দুদের নিয়ে এত চিন্তিত কেন? এর কারন হচ্ছে তারা ভারতের এজেন্ট। আর কিছুই না

  4. তুই তো মুসলমানের মত নাম ধারন করে আসস। কিন্তু আসলে তুইও একতা হিন্দুর বাচ্চা মালাউন

  5. এসব বলে বিভিন্ন এন জি ওর কাছ থেকে টাকা খায় হিন্দুদের দালালেরা।

  6. একবার সামনে আয়। আমরা তৌহিদি জনতা শফি হুজুরের নেতৃত্বে তোদের দেখে নেব

  7. তুই একটা ইহুদীর দালাল। গালাগালি করস ইসলামকে। তোর মতো নাস্তিক-মুরতাদের বাঁচার কোনো অধিকার নাই।

  8. তোর লেখা দেখেই বুঝা যায় তুই একটা ভারতের দালাল

  9. কাফের ও মুরতাদের চিন্তাগুলো সব সময় ধর্ম হীন হয়। কেন হয় বলতে পারিস ওহে কাফেরের বাচ্চা?

  10. তোর তো অনেক সাহস। তুই ইসলাম ধর্ম নিয়ে লেখার সাহস কোথায় পাইলি?

  11. কাফের মুরতাদ। তোর আর নিস্তার নেই। তুই আমাদের নবীকে নিয়ে একের পর এক কথা বলেই যাচ্ছিস। এইবার তোর দিন গুনতে থাক।

  12. শুয়োরের বাচ্চা। তোকে একবার হাতের কাছে পাইলে মন ভইরা পিটাইতাম।

  13. ভাই থিক বলেছেন। এই রকম আরও লেখেন। আরও জানতে চাই। এইগুল নিয়ে তো কেউ কথাই বলতে চায় না। আপনার সাথে আছি।

  14. আসলে তোকে রাগানো ছাড়া আর রাস্তা নেই। তুই নাস্তিকতাকে যেভাবে সামনে নিয়ে যাচ্ছিস মনে হয় তোর জন্ম হয়েছে ইসলামের সাথে শত্রুতা করার জন্য।

  15. তোকে যেদিন পিটাইতে পারবো সেদিন-ই আসলে আমার জীবনের সব স্বাদ পূর্ণ হবে

  16. এত লম্বা লম্বা কথা না বলে একবার সামনে আয়। হেফাজতের ভাইয়েরা ইচ্ছামত পিটাবে।

  17. রাষ্ট্রকে আসলে ধর্ম মুক্ত রাখাটাই সভ্য সমাজের কাজ। ধর্ম থেকে দেশ আলাদা হবে এটাই কাম্য।

  18. আমরা অপেক্ষা করছে তোর জন্য। খালি অপেক্ষা কর সেই সময়ের ও সুযোগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *