নবী বলেছিল জান্নাত কিন্তু তরবারির নিচেই

ইসলামের হাদিসে এমন অনেক বিষয় লেখা আছে যা ইসলাম ব্যাখ্যা করতে পারে না। এবং আপনি যদি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা বলে না, তারা এই সময়ের জন্য প্রযোজ্য নয়। তাহলে কি তাদের বিশ্বাস করা উচিত? আমরা কি বোকার শহরে বাস করছি? আমরা কি ধর্মকে প্রশ্ন করতে পারি না নাকি প্রশ্ন করার অধিকার আমাদের নেই?

আমরা একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা কি আমাদের শিরশ্ছেদ করবে? নাকি তারা আমাদের গলা কেটে হত্যা করবে? এমন প্রশ্ন এলে চুপ করে থাকা খুব কঠিন। কি করা যায়? 126. জিনরা আগুন দিয়ে তৈরি। তারাগুলো আগুন দিয়ে তৈরি। অতএব, প্রতিটি তারকা একটি জ্বীন। সূর্যও আগুন দিয়ে তৈরি। অতএব, সূর্য একটি জিন। আমরা জ্বীনের আলো ও তাপের নিচে আছি। 127. [মুসলিম হাদীস, সংখ্যা: 5698] কুতায়বা ইবনে সাঈদ সাকাফী (রহঃ) আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরজ এলাকায় সফর করছিলাম। তখন একজন কবি এসে কবিতা আবৃত্তি করতে লাগলেন। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ শয়তানকে ধর বা (বর্ণনাটি সন্দেহজনক, তিনি বললেন) শয়তানকে থামাও। কবিতায় ডুবে থাকার চেয়ে মানুষের পেট পুঁজে ভরা ভালো। [মুসলিম হাদিস, সংখ্যা: 5697] মুহাম্মদ ইবনে মুসান্না এবং মুহাম্মদ ইবনে বাশার (রহঃ) সা’দ (রাঃ) থেকে নবী থেকে বর্ণিত। তিনি বলেছেন: একজনের পেট পুঁজে ভরা যা তার পেট নষ্ট করে, কবিতায় ডুবে থাকার চেয়ে উত্তম।

আমাদের নবী (সা.)-এর জন্য কবিতার চেয়ে পুস উত্তম ছিল। শেক্সপিয়র, শেলী, কিটস, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওমর খৈয়াম প্রমুখ বিশ্বের মহান কবিরা যদি অগণিত কবিতা না রচনা করে অগণিত পুঁজ ও পুঁজের নদী রচনা করতেন, তাহলে কতই না ভালো হতো। 128. আল্লাহ কাবায় বাস করেন। বিমানটি কাবার উপর দিয়ে উড়ে গেলে আল্লাহ বিমানের যাত্রীদের পায়ের নিচে পড়ে যান। 129. একজন বিখ্যাত শ্বশুর তার পুত্রবধূর সাথে ঘুমাতেন। কি লজ্জা! কি লজ্জা! 130. [সহীহ বুখারি হাদিস, নম্বর 2610] হজরত উমর ইবনে উবায়দুল্লাহর মুক্তকৃত ক্রীতদাস ও লেখক সালেম আবু নজর বলেন যে, আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.) তাকে লিখেছিলেন যে, নবী মুহাম্মদ (সা.) তিনি বললেন, “জেনে রাখো যে জান্নাত তরবারির ছায়ার নিচে।”

ইসলামের নবী নিজেই বলেছেন, জান্নাত তরবারির নিচে। এখন বলুন, ইসলামপন্থীরা ছ্যাকা মেরে মানুষ হত্যা করছে এটা কার দোষ?

এখন মধ্যপন্থী মুসলমানরা বলবে যে এগুলো ১৪০০ বছরের পুরানো এবং অস্থিরতার সময় প্রকাশ পেয়েছে। কিন্তু মোল্লারা যদি বলে যে এই দিনগুলোতে সময় অস্থিতিশীল এবং এখন অমুসলিমদের হত্যা করা জায়েজ, যেমন আগে কাফেরদের হত্যা করা জায়েজ ছিল, তাহলে মডারেট মুসলিমরা আমাদের বোঝানোর জন্য কোন যুক্তি নিয়ে আসবেন? আমি জানতে চাই।

20 Responses

  1. এই সব হামলার মূল হোতা নাস্তিক ব্লগাররাব্লগাররা।এদেরকে যেখানে পাবো চিরতরে শেষ করে দেওয়া ভালো

  2. এই সব হামলার মূল হোতা নাস্তিক ব্লগাররাব্লগাররা।এদেরকে যেখানে পাবো চিরতরে শেষ করে দেওয়া ভালো

  3. তোকে যেখানো পাবো সেখানেই তোকে কুপিয়ে জখম করবো।বেশি বারাবারি করিস না।

  4. তোদের মতো নাস্তিক ব্লগার এর কারনে আজ দেশে কেউ শান্তিতে নেই।

  5. ইদের নামাজে মসজিদে হামলা এট শুধু জঙ্গি হামলা নয় এটা নাস্তিক ব্লগারদের উসকানীমূলক কাজ।

  6. ব্লগাররা স্বাধীন দেশকে ধ্বসের মুখে ঠেলে দিয়েছে।এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে।

  7. নাস্তিক ব্লগারদের উসকানীমূলক ব্যাক্তব্যে বন্ধ করতে হবে।না হয় এর ফল কিন্তু ভালো হবে না।

  8. If you know that much information , I think you are part of this evil plot , KMC

  9. বাংলাদেশ বিভিন্ন আনাচে কানাচে জঙ্গিদের অবস্থান তারা বিভিন্ন বাসা বাড়ি তাদের জ্ঙ্গি তাদের জঙ্গি আস্তানা তৈরী করে ফেলেছে।এই জঙ্গিদের কারণে ব্লগাররা মূত্য হুমকির মুখে।

  10. এই লেখায় মুসলমানদের বিরুদ্ধে লেখায় আমি নিন্দা প্রকাশ করছি।

  11. ব্লগাররা মদ খেয়ে লেখালেখি করে বলে তাদের এই লেখাকে কেউ বিশ্বাস করে না।তাদের এই লেখা যৌক্তিকতা নেই।

  12. ব্লগাররা কখন যে এইসব লেখা বন্ধ করবে তার অপেক্কা আছি।আর তাদেরকে কখন টুকরো টুকরো করে জবাই করা হবে সেটার ও দেখার জন্য অপেক্কা আছি।

  13. কুওার বাচ্চা ব্লগার নাস্তিকরা তোরা কেনো মুসলমানদের ধমের উপর আঘাত হানিস।

  14. নাস্তিক ব্লগাররা এই সব লেখালেখি ব্ন্ধ কর না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।

  15. তোরা যেভাবে শান্তিতে নেই তেমনি স্বাধীন দেশের মানুষ দেরকে শান্তিতে থাকতে দিবি না।

  16. এই নাস্তিক মালাউনের বাচ্চা তোরা কেনো বারবার মুসলিমানদের উপরে পরে থাকিস।

  17. কেনো নাস্তিকরা এতে তৎপর হয়ে উঠেছে

  18. নাস্তিক ব্লগারদের কারণে আজকে দেশে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে।

  19. নাস্তিক ব্লগারদের তাদের খারাপ কাজের জন্য আজকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *