জঘন্য হাদিস পর্ব- ৩

আমরা জানি বিজ্ঞান বলে আকাশে বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বৃষ্টি হয়। সূর্যের তাপের কারণে পৃথিবী থেকে যতটা সম্ভব জল বাষ্পীভূত হয়। যখন এর পরিমাণ যতটা সম্ভব বৃদ্ধি পায়, বাষ্পীভূত পানি বৃষ্টির আকারে পৃথিবীতে ফিরে আসে। এবং মানুষ অতীতে যায়, কিন্তু যখন অতীত বর্তমান হয়, লোকেরা এটি দৃশ্যত উপলব্ধি করে, এবং যখন এই বর্তমান ভবিষ্যত হয়, তখন এটি একটি সম্ভাবনা বা অনুমান হয়ে ওঠে। ভবিষ্যত শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে অনুভব করা যেতে পারে। আর বিজ্ঞানের সুবাদে সকল বাবা-মা জানতে পারেন যে মায়ের সন্তান হচ্ছে নাকি মেয়ে। কিন্তু হাদিস কি বলে?

■ কেউ জানবে না মাতৃগর্ভে কি আছে এবং কখন বৃষ্টি আসবে

প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন

গ্রন্থঃ সহীহ বুখারী (ইফা)

অধ্যায়: 15/ বৃষ্টির জন্য দুআ (কিতাব আল-ইসতিকা)

হাদিস নম্বরঃ ৯৮২।

মুহাম্মাদ ইবনে ইউসুফ (রহঃ)… ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ অদৃশ্যের চাবি পাঁচটি, আল্লাহ ছাড়া কেউ জানে না। 1. কেউ জানে না আগামীকাল কি হবে। 2. মায়ের গর্ভে কি আছে তা কেউ জানে না। 3. কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। 4. কেউ জানে না সে কোথায় মারা যাবে। 5. কখন বৃষ্টি হবে কেউ জানে না।

হাদীসের মর্যাদাঃ সহীহ (সহীহ)

■ জাদুতে বিশ্বাস

প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)

অধ্যায়: 76/ ঔষধ (كتاب الطب)

হাদিস নম্বরঃ ৫৭৬৩

আল্লাহ পরাক্রমশালী বলেন: শয়তানরা কুফরী করেছে, মানুষকে যাদু শেখায় এবং যা ব্যাবিলনের দুই ফেরেশতা হারুত ও মারুতের প্রতি অবতীর্ণ হয়েছিল…….. পরকালে তাদের কোন অংশ থাকবে না- সূরা বাকারা 2/102)। আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ যাদুকর যেভাবেই আসুক না কেন, তা সফল হবে না- সূরা ত্বহা 20/69)। আল্লাহ পরাক্রমশালী বলেনঃ তোমরা কি জাদু দ্বারা প্রতারিত হবে?- সূরা আল-আম্বিয়া 21/3)। আল্লাহ তায়ালা বলেন: তখন মূসার মনে হলো যে, তাদের জাদুর কারণে তাদের দড়ি ও লাঠিগুলো পালিয়ে যাচ্ছে – সূরা ত্বহা 20/66)। আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ এবং ঐ নারীদের অনিষ্ট থেকে যারা জাদুর উদ্দেশ্যে গিঁটে ফুঁ দেয় – সূরা ফালাক 113/4)। النَّّاثَاتُ অর্থ নারী যাদুকর, যারা যাদু দ্বারা চোখকে ফাঁকি দেয়।

5763. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জুরাইক গোত্রের লাবীদ ইবনুল আসসাম নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যাদু করত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মনে করতেন যে তিনি কিছু করেছেন, কিন্তু তিনি তা করেননি। একদিন বা এক রাত তিনি আমার কাছে থেকেছেন। বারবার দোয়া করতেন। তখন তিনি বললেনঃ হে আয়েশা! তুমি কি বুঝো যে, আমি যা জানতে চেয়েছি তা আল্লাহ আমাকে জানিয়েছেন? আমি স্বপ্নে দেখলাম যে দুইজন লোক আমার কাছে এসেছে। তাদের একজন আমার মাথার কাছে এবং অন্যটি আমার পায়ের কাছে বসেছিল। তাদের একজন তার সঙ্গীকে বললঃ এই লোকের কষ্ট কি? তিনি বললেনঃ যাদু হয়েছে। প্রথম লোকটি বললঃ কে জাদু করেছে? দ্বিতীয় লোকটি বললঃ লাবীদ বিন আসসাম। প্রথম লোকটি জিজ্ঞেস করলঃ কিসে? দ্বিতীয় লোকটি উত্তর দিলঃ চিরুনিতে, মাথা চিরুনি করার সময় যে চুল বের হয় তাতে এবং পুরুষ খেজুরের জবতে। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে গেলেন। তারপর তিনি ফিরে এসে বললেনঃ হে আয়েশা! সেই কূপের পানি মেহেদির পানির মত লাল এবং এর পাড়ের খেজুরের মাথাগুলো শয়তানের মাথার মত। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এটা প্রকাশ করবেন না? তিনি বললেনঃ আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি মানুষকে খারাপ কাজে প্ররোচিত করা পছন্দ করি না। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে মাটিতে দাফন করার নির্দেশ দিলেন।

আবু উসামাহ আবু জামরাহ এবং ইবনু আবি জিনাদ (রহঃ) হিশাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। লাইছ ও ইবনু উওয়াইনাহ (রহঃ) হিশাম থেকে বর্ণনা করেন, একটি চিরুনি ও এক টুকরো লিনেন। আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন: الْمُشَاطَةُ চিরুনি করার পর যে চুল বের হয়। مُشَاطَةِ লিনেন। [৩১৭৫] আধুনিক প্রকাশনা- ৫৩৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৩৮)

হাদীসঃ সহীহ

যাদুবিদ্যার সব ক্ষেত্রেই একটি বিষয় পরিষ্কার: ইসলামে সব ক্ষেত্রেই নারীকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে। মেয়েরা বিশ্বাসীদের বিপথগামী হওয়ার অন্যতম কারণ বলা হয়। জাদুবিদ্যায়, মেয়েদের চুল, তাবিজ, কবজ, এবং মেয়েদের চেহারা পুরুষদের অন্য মেয়েদের বাড়িতে ভাঙার জন্য প্রতারণার জন্য ব্যবহার করা হয়। তারা জাদু ব্যবহার করে পুরুষদের বসিয়ে রাখার চেষ্টা করে। আবার স্বপ্নেও এসব বিষয় বিস্তারিতভাবে দেখানো হয়। আমার প্রশ্ন, দুর্ঘটনা কি শুধু ছেলেদেরই হয়? এজন্যই কি সব সময় বলা হয় পুরুষদের সর্বোচ্চ ক্ষমতা আর নারীরা শয়তানের প্রতিনিধি? এই সব হাদীসের কি আসলেই কোন অর্থ আছে?

27 Responses

  1. বাংলাদেশ যতই এগিয়ে যাক না কেন।ধর্ষণ কিন্তু থেমে থাকবে না।

  2. বাংলাদেশে খারাপ কাজ রযেছে তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ কাজ হলো এটি।আর এটার উৎপাত নাস্তিক ব্লগার দের কাছ থেকে।।এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।

  3. ধর্ষকরা দেশ ও দেশের মানুষের জন্য কলংকজনক।

  4. ধর্ষক বাহাউদ্দিনের উচ্চতর শাস্থি চাই।

  5. ধষকদের শাস্তি না হলে সবাইকে নিয়ে এক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলা হবে।

  6. মা মাটির দেশ বাংলাদেশ এই দেশ এরকম ঘটনা ঘটলে চলবে না। এর পরিএান চাই।

  7. একটি স্বাধীন দেশ হয়ে একের পর এক ঘটনা চলবে না।

  8. বাংলাদেশ থেকে ব্লগার নাস্তিকদের এরকম কাজ থেকে দূরে থাকতে হবে।

  9. আমি মনে করি নাস্তিক ব্লগারদের কারণে এরকম ঘটনা ঘটছে।

  10. এই ফরহাদ নাস্তিক ও কুলাংগার বাচ্চা একে অপহরণ করায় ভালোই হয়েছে।তোকেই এই ভাবে অপহরণ করা হবে

  11. ফরহাদ অপহরণ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।অনতি বিলম্বে তাকে ফিরিয়ে দেওয়া হউক।

  12. এই নাস্তিক ফরহাদকে আজ অপহরণ করা হয়েছে কাল তোকে অপহরণ করা হবে।

  13. এই নাস্তিক এর বাচ্চা তোই নাস্তিক আরেক নাস্তিক এর অপহরণ এর খবর দিচ্ছিস।নাস্তিক ব্লগার এর বাচ্চা।

  14. এই কুওার বাচ্চা তোকেও একদিন অপহরণ করে কেটে কেটে টুকরো করা হবে।

  15. সব নাস্তিক ব্লগারদের এই ভাবে অপহরণ করে কেটে ফেলা ভালো এতে দেশ অনেকটা শান্তি হবে।

  16. ফরহাদের অপহরণকারীদের খুজে শাস্তি আওতায় আনা হউক।

  17. তোকেও আমি এইভাবে অপহরন করে কুওার মতো মারবো।

  18. নাস্তিক ব্লগারদের কোথাও টাই নেই।

  19. যারা ধমের উপর আঘাত হানে তাদের এই পৃথিবীতে টাই নেই।

  20. এই নাস্তিক এর বাচ্চা মুসলিমদের বিরুদ্ধে লিখতে তোর ভয় করে না।

  21. আমাদের বাংলাদেশের রাষ্টধম ইসলাম।কিন্তু আমাদের দেশে মুসলিম নামের কিছু নাস্তিক ব্লগার আছে যারা আমাদের ধমের বিরুদ্ধে আঘাত হানছে।তাদেরকে এই পৃথিবী থেকে ধংস্ব করে দিলে ভালো হয়।

  22. আমাদের বাংলাদেশের রাষ্টধম ইসলাম।কিন্তু আমাদের দেশে মুসলিম নামের কিছু নাস্তিক ব্লগার আছে যারা আমাদের ধমের বিরুদ্ধে আঘাত হানছে।তাদেরকে এই পৃথিবী থেকে ধংস্ব করে দিলে ভালো হয়।

  23. নাস্তিক ব্লগারদের কারনে আজ আমাদের রাষ্টধম ধংস্বের মুখে।

  24. নাস্তিক ব্লগারদের কারণে আজ আমাদের রাষ্টধম ধংস্বের মুখে।

  25. তুই দেশে আয়, তারপর দেখ হেফাজত তোকে কি করে

  26. নাস্তিকরা আজ ইসলাম ধমের বিরুদ্দে তাদের কারণে ইসলাম ধম প্রায় হুমকির মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *