আমাদেরকে মুসলিম বিদ্বেষী ও ধর্মের শত্রু ভাবা বোকামি

আমরা যখন ধর্মকে প্রশ্ন করি তখন সবাই মনে করে আমরা ধর্মের সমালোচনা করছি। কিন্তু তা নয়। আজকাল আমাদেরকে সুন্দর নাস্তিক বলে আখ্যা দেওয়া হচ্ছে। আমরা যদি আজেবাজে কথায় বিভ্রান্ত হই, তাহলে সেই সব বিষয় নিয়ে প্রশ্ন করাটাই স্বাভাবিক। আমরা আর বোকার শহরে থাকি না। আমরা এই সব জিনিস খুব ভাল বুঝতে. আমরা মনে করি আমাদের জানার অধিকার আছে। 1400 বছরের পুরনো ধারা আজকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মুসলিম বিদ্বেষ নিয়ে কথা হয় এবং প্রায়ই আমরা যখন এই ধর্মের সমালোচনা করি, তখন আমরা এই ধরনের শব্দ শুনতে পাই। এটা একটা নতুন কৌশলের মত হয়ে গেছে। সাধারণ মুসলমানদের জন্য এটি একটি নতুন প্রতিরক্ষা। কিন্তু ব্যাপারটা কী? আমরা মনে করি আমাদের এই সমস্যা নিয়ে কথা বলা উচিত।

‘মুসলিম বিদ্বেষ’ এই বাজে কথা একটি ধর্মীয় সম্প্রদায়কে আরও কলুষিত হতে দিচ্ছে। নিজে ধ্বংস করে অন্যকেও ধ্বংস করে। ভিএস নাইপল ইসলামকে একটি উপনিবেশবাদী ধর্ম বলে অভিহিত করেছেন যা বিশ্বের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সংস্কৃতি ও ভাষাকে হত্যা করছে। মুসলমানদের নাম আরবীতে থাকবে, চাইনিজ বা পর্তুগিজ মুসলমানই হোক। তাদের চীনা সংস্কৃতি জাহেলিয়াতের যুগের নিদর্শন হয়ে উঠবে। এডওয়ার্ড সাইদ (তার নাম শুনে তাকে মুসলিম মনে করবেন না, তিনি একজন আরব খ্রিস্টান ছিলেন) এর জন্য নাইপলকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন, তাকে ‘মুসলিম বিদ্বেষী’ এবং ‘ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেছিলেন…

‘বাবরি মসজিদ, রামমন্দির, এগুলোর কোনো দরকার নেই’ বলতে আপনি কত মুসলমানকে শুনবেন? ‘বায়তুল মুকাদ্দাস সকল ইহুদী ও মুসলমানের’ বলতে আপনি কতজন মুসলমানকে শুনবেন? তারা মসজিদের দাবিতে অনড়। এমনকি মুসলিম সমাজে প্রগতিশীল ও উদারপন্থী বলে বিবেচিত বুদ্ধিজীবীরাও এ কথা বলেন না।

যখন তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে, তখন একটি অদ্ভুত যুক্তি দেখা দেয়, ‘যে দেশে 90 শতাংশ বা 99 শতাংশ মুসলমান এই ধরনের কাজ করে না…

আবার যেসব দেশে তারা সংখ্যালঘু সেখানে মুসলমানরা দুই হাজার বছরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে’, এমন রসিকতার কারণে সে দেশকে তখন ‘মুসলিম দেশ’ করা যায়। এই মুসলিম দেশটি ভূতের মতন পা উল্টো করে, তাই সামনের দিকে না গিয়ে শুধু পিছিয়ে যায়।

বিশ্ব প্রগতির চিন্তা ও অনুশীলনে ধর্ম আর এক চুল ছিঁড়তে পারে না। পোপ এমনকি বিবর্তনবাদকে গ্রাস করেছেন এবং হজম করেছেন। তিনি বলেন, ঈশ্বর জাদুকর নন। এটা একটা আপস। আর পাকিস্তান ভাঙলে হিন্দুত্ব বিলুপ্ত হয়ে যাবে। হিন্দু ধর্মের অনুসারীদের দেওয়ার মতো কিছুই নেই। তাদের কোন ধর্মগ্রন্থ, বিশ্বাস বা নবী নেই। সেমেটিক ধর্মের মতো হিন্দুধর্মে ধর্মীয় ভ্রাতৃত্বের একক অনুভূতি সম্ভব নয়…. ইসলাম বাদ। এর খেলাফত, ইসলামী শাসন এবং ইমাম মাহদীর আগমনে বিশ্বাস, নাৎসিবাদের মতোই একমাত্র ধর্ম যা আগামী পৃথিবীতে বারবার আলোচিত হবে। ইসলামের নামে আরও কোটি কোটি প্রাণ অকালে ঝরে যাবে। আর এর ফলে বিশ্বের মুসলমানরা বাকি সাড়ে তিনশ কোটি ‘কাফের’দের ঘৃণা, অবিশ্বাস, ভয় ও বিদ্বেষের শিকার হবে। আর এর অন্যতম প্রধান কারণ হবে পাশ্চাত্যসহ সমগ্র বিশ্বের অমুসলিম সমাজ, যারা ‘ইসলামোফোবিয়া’কে উড়িয়ে দিয়েছে…

আমরা গাধা নই। আমরা মনে করি প্রশ্ন করার এবং প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব. আমাদেরকে মুসলিম বিদ্বেষী ও ধর্মের শত্রু ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা পড়াশোনা করি। আমরা পরীক্ষা এবং যাচাই করার পরেই বিশ্বাস করব। আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি এমন সমস্ত বিষয়ে কথা বলার অধিকার আমি নিজেকে দিয়েছি এবং আমার কথা বলার 100% অধিকার রয়েছে। ভালো না লাগলে সঠিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করুন। অযথা তর্ক করবেন না।

22 Responses

  1. ধর্ম অন্যায় করে না, বরং অন্যায় থেকে বিরত থাকতে বলে। অন্যায় করে মানুষ। বিষয়টি বুঝবেন আশা করি।

  2. মাদারচোদ, তুই আমার ধর্মকে সব সময় ছোট করার তালে থাকস। এইটার কারন কি?

  3. শয়তানের বাচ্চা তুই ইসলাম নিয়া কিছু লিখিস না, তোরে সব মানায় না

  4. মাদারির বাচ্চা। বালের ব্লগ লেখসে। এই শালার সব ব্লগার গুলাই কুত্তার বাচ্চা এক একটা।

  5. লেখার শিরোনাম দেখেই বুঝতে পারা যায় যে আপনি আ্সলে একজন ইসলাম বিদ্বেষি কাফের।

  6. কোথায় বেগম রোকেয়া আর কোথায় তসলিমা !! কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা ! তসলিমা কিছু নোংরা লেখা ছাড়া আর কি করতে পেরেছে একটু বলবেন কি? লেখিকা হিসেবে একজন পাঠকও তৈরি করতে পারেনি সে।

  7. তসলিমার সব লেখা আপনি ভালোমতো পড়েছেন বলে তো মনে হয় না। তসলিমা নাসরিনের লেখা আলোচনার চেয়ে সমালোচিতই হয়েছে বেশি।

  8. এ জাতি আসাধারন একজন লেখিকাকে হারালো। এরকম রত্ন ধারন করার ক্ষমতাই হয়ত এদেশের নেই।

  9. আপনিতো দেখি তসলিমা নাসরিনের নামে দুই ঢোক বেশি জল খাচ্ছেন। তা এত যে নমঃ নমঃ করছেন, কি আছে এই মহিলার লেখায় ? যৌনতা ছাড়া তেমন উল্লখযোগ্য কোনো বিষয় নিয়ে তো লিখতে দেখি না তাকে।

  10. তসলিমারে মহামানবী প্রমাণ করার সব মশলাই আসে আপনার লেখায়। এখন শুধু তসলিমার মুর্তি বানাইয়া পূজা করা বাকি। শুরু কইরা দেন ভাই।

  11. তুই সব কিছুতে মুসলমানদের দোষ ধরার তালে থাকস।মানুষরে উস্কানি দিতে ওস্তাদ তোরা। এইজন্যই কোপানি খাস।

  12. ইসলাম রক্ষার জন্য জিহাদ করা জায়েজ। তোর মত নাস্তিক,খ্রিস্টানের বাচ্চা জিহাদের কি বুঝবি?

  13. লন্ডনে থাইকা বাল ফালাও? বালের লেখক হইসো? ওইখানে তো বাসন মাজো, দেশে আইসা কিছু কইরা দেখাও

  14. ভাই আপনি এইসব লেখে কি আনন্দ পান। মানুষকে কষ্ট দেন কেন?

  15. তুই একতা নাস্তিকের বাচ্চা। জারজের বাচ্চা। তোর উপরত আল্লাহর গজব পড়বে। অপেক্ষা কর। দেখবি সব।

  16. হাহাহা, এইসব সারকাজম মোল্লারা বুঝবে বলে তো মনে হয় না।

  17. লন্ডনে বইসা বালের লেখা লিকস? দেশে আয় সাহস থাকলে

  18. তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা।

  19. ধর্ম কখনও অন্যায়কে সমর্থন করে না। কোনো ধর্মই করে না। আপনারা সবসময় যে কোনো অন্যায়ের দোষ ধর্মের ঘাড়ে চাপান। এটা ঠিক নয়।

  20. ভাই আপনারা পারেনও। জোর করে এনে ইসলাম ধর্মটাকেই ধরেন। কেন ভাই এমন করেন? কি সমস্যা আপনাদের মত নাস্তিকদের

  21. তুই তো থাকস লন্ডনে। সবই জানি। আনসারুল্লাহ বাংলা টিম তোদের সব কিছুই নজর রাখে। আর তুই তো আমাদের খাদ্য এখন। শুধু একটু হাতের নাগালে আসুক

  22. শুয়োরের বাচ্চা, একবার কাছে পাই তোকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *