আপনি যদি কৌমি সার্টিফিকেটের সম্মানের সমান মূল্য পান, এতে কার লাভ না ক্ষতি? নাকি আদৌ কিছু হবে? প্রতি বছর ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। সাত লাখ চাকরি পায়, ১৫ লাখ বসে থাকে। সরকারি খাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে, কর্মসংস্থান নেই। প্রবৃদ্ধি নেই চাকরি নেই।
এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে প্রথম একশতেও নাম নেই। শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, হাতে গোনা কয়েকটি ছাড়া মান নেই। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা সচিবালয়ের অফিসে পাইনের চাকরি পায়-এমন এমএ ডিগ্রি দুর্ভাগ্যজনক। এমনকি কেউ কেউ চাকরি নিয়ে বসে আছেন, কিন্তু দেশের মধ্যে স্নাতক ডিগ্রিধারী কাউকে পাচ্ছেন না, তাদের ভারত বা শ্রীলঙ্কা থেকে উচ্চ বেতনে নিয়োগ দিতে হবে। একইভাবে স্নাতক বেকারের সংখ্যা ৪৭ শতাংশ! এখন দাওরা-ই হাদিস এর সাথে যুক্ত হবে।
এখন হাজার হাজার অদৃশ্য ‘আনস্মার্ট’ এমএ পাশ লোক বসে থাকবে যারা শহর থেকে এমএ পাস করা লোকদের ‘একটু ইংরেজি বলতে পারে’। তা হল!
12 Responses
তুই একতা নাস্তিকের বাচ্চা। জারজের বাচ্চা। তোর উপরত আল্লাহর গজব পড়বে। অপেক্ষা কর। দেখবি সব।
হাহাহা, এইসব সারকাজম মোল্লারা বুঝবে বলে তো মনে হয় না।
লন্ডনে বইসা বালের লেখা লিকস? দেশে আয় সাহস থাকলে
তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা।
ধর্ম কখনও অন্যায়কে সমর্থন করে না। কোনো ধর্মই করে না। আপনারা সবসময় যে কোনো অন্যায়ের দোষ ধর্মের ঘাড়ে চাপান। এটা ঠিক নয়।
ভাই আপনারা পারেনও। জোর করে এনে ইসলাম ধর্মটাকেই ধরেন। কেন ভাই এমন করেন? কি সমস্যা আপনাদের মত নাস্তিকদের
তুই তো থাকস লন্ডনে। সবই জানি। আনসারুল্লাহ বাংলা টিম তোদের সব কিছুই নজর রাখে। আর তুই তো আমাদের খাদ্য এখন। শুধু একটু হাতের নাগালে আসুক
শুয়োরের বাচ্চা, একবার কাছে পাই তোকে
ভালোই লাগলো লেখাটা। চিন্তার ব্যাপার আছে
একবার দেশে আয়। আমরা তৌহিদি জনতা শফি হুজুরের নেতৃত্বে তোদের দেখে নেব
বিরাট লেখক হইসস তুই।এইজন্য তোরে আর তোর পরিবাররে একটা সংবর্ধনা দিতে চাই। দেশে আয় তুই, তোরে আর তোর ফ্যামিলিরে চাপাতির কোপে কোপে সংবর্ধনা দিব।
কাফেরের বাচ্চা, তোরে আর তোর বাপরে কুচি কুচি কইরা কুত্তারে খাওয়ামু।