ইসলামী বর্বরতা এবং সমকামিতা

আমাদের দেশের মুসলমানদের প্রায়ই বলা হয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম পৃথিবীর সবচেয়ে সঠিক ধর্ম এবং একমাত্র ইসলামই সবাইকে সমান অধিকার দেয়।

যারা ইসলাম সম্পর্কে একটু জেনেছেন বা পড়েছেন, তারা স্বাচ্ছন্দ্যে বলতে পারেন যে, সেসব কথা মিথ্যা।

ইসলামের প্রধান গ্রন্থ আল-কুরআন। আর কোরানে প্রতিটি স্তরে বর্বরতার চিহ্ন রয়েছে তা পাঁচ বছরের শিশুরা বুঝতে পারে। যদিও মুসলমানরা তা মানতে চায় না, তাহলে সত্য কি মিথ্যা হবে? উত্তর হল না, এটা হবে না। প্রত্যেক মুসলমান এখন নিজেকে মহান করার জন্য “ইসলাম শান্তির ধর্ম” কথাটি ছড়িয়ে দিতে চায়। কিন্তু কুরআনের কিছু পৃষ্ঠা পড়লে সহজেই বোঝা যায় তারা কতটা বর্বর মানসিকতা।

ইসলাম একটি মিথ্যা ধর্ম। নিজেদের বলতে কিছু নেই। সেখানে শুধু লেখার টুকরো চুরি করা এবং তারপর নিজেদের স্বার্থের জন্য এটি তৈরি করার দুষ্টু অর্থে এটি পরিবর্তন করা। হ্যাঁ, ঠিক বলেছি। সেই সময়ের অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান, ইহুদি বা পূর্বের পৌত্তলিকতা সম্পর্কে একটু গুগল করলে মনে হয় ইসলামের অনেক অংশই সেসব ধর্ম থেকে ধার করা হয়েছিল এবং ইসলামের ভন্ড নবী নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের পথ তৈরি করেছিলেন।

ইসলামে দ্বিমুখীতার পরিচয়ও রয়েছে। একই কোরানে একদিকে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি তার সকল সৃষ্টিকে অনেক ভালোবাসেন। যদি তা মানতে হয়, তাহলে একমত হবে যে, সমকামীরাও আল্লাহর সৃষ্টি। অতএব, আল্লাহ সমকামীদেরও ভালোবাসেন, কারণ তারাও আল্লাহর সৃষ্টি। কিন্তু না! এই কোরানে আবার বলা হয়েছে যে, সমকামীরা পাপী। তাদের হত্যা করা জায়েজ! সমকামীদের জন্য শাস্তির বিধান রয়েছে। তাহলে কি দ্বিমুখীতা নয়? হয় আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেননি, নইলে আল্লাহ তার সৃষ্টিকে ভালবাসেন না। একই মুখ থেকে দুই ধরনের শব্দ বেমানান!

আর ইসলামের এই সহিংসতায় মনে হয় শীর্ষে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় বাংলাদেশ। কারণ বাংলাদেশে সমকামিতাকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশে ইসলাম প্রণয়ন করা হয়েছিল। যা এই ইসলামী বর্বরতার একটি বাস্তব উদাহরণ।

কারণ কে কার সাথে সেক্স করবে, কে সংসার করবে, কার সাথে সংসার করবে- তাকে নিষিদ্ধ করার অধিকার কার আছে? সমকামিতাকে আইনে শাস্তিযোগ্য করে তোলাও বর্বরতা।

দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই ধর্মান্ধ। মুসলমানরা ইসলাম ও কোরআন ছাড়া কিছুই বোঝে না। কোরান এ পর্যন্ত যা বলেছে তাদের সবার উপরে। মানবতাবাদের মুখে, তারা এটাও মনে করে যে এটি একটি সত্য এবং তবুও সমকামিতা পাপ। আমরা যদি আমাদের বাংলাদেশের সমাজকে একটি সুস্থ সমাজে পরিণত করতে চাই, তাহলে আমাদের ইসলামকে এর মূল থেকে উচ্ছেদ করতে হবে, তাহলেই মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে।

16 Responses

  1. এই ব্লগার নাস্তিক এর বাচ্চা তোদের এই বিষয় নিয়ে এতো পেটে ব্যাথা কেনোও।তোরা মূত্যকে ভয় করিস না।

  2. ভাই আপনার এই লেখা পড়ে আমার অনেক খারাপ লাগছে।আপনাকে অনেক ধন্যবাদ।

  3. ভাই আপনার এই লেখা পড়ে আমার অনেক খারাপ লাগছে।আপনাকে অনেক ধন্যবাদ।

  4. এই শোন নাস্তিকরা তোদেরকে কেউ বিশ্বাস করে না।তোদের এই লেখাকে কেউ বিশ্বাস করে না।

  5. এই কুওার বাচ্চা আল্লাহকে নিয়ে বিরুদ্ধে কিছু লিখলে তার পরিণতি কিন্তু ভালো হবে না।

  6. আর যেনও কোথায় পাহাড় ধস এর ঘটনায় কেউ যেনও মারা না যায়।

  7. একজন ব্লগার এর লেখাকে আমার কাছে হাস্যকর মনে হয়।

  8. নাস্তিক এর বাচ্চা তোর এই লেখা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে

  9. শহিদুল ইসলাম এর ঘটনায় সত্যি অনেক খারাপ লাগছে

  10. শহিদুল ইসলামে ঘটনাটি সত্যি আমার কাছে অনেক খারাপ লাগছে।

  11. আমার মনে হয় সে তার নিজের কুকর্ম কারণে তাকে আজ জেলে যেতে হয়েছে।

  12. ভাই আপনার এই কথার সাথে আমি একমত কারণ বাংলাদেশ সরকার নারীদেরকে দিন দিন পুরুষের চাহিদা মেটাতে নারীদেরকে বিদেশ গমন করতে হচ্ছে। যা খুব লজ্জাজনক।

  13. তোকে এ বিষয়ে নাক গলাতে কে বলছে নাস্তিক এর বাচ্চা।

  14. তুই এ বিষয়ে নাক গলাতে আসছিস কেনো তকে।বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লেখার তর এতো বর সাহস কোথায় থেকে আসে।

  15. কুওার বাচ্চা তুই বাংলাদেশ সরকারের বিরুদ্দে কথা বলছিস কেনো।তুই কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *